কালিগঞ্জ ইউএনও রাসেলকে বিদয় সংবর্ধনা দিলেন উপজেলা পরিষদ
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নরিম আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে আব্দুর রউফ, উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির নেত্রী সাফিয়া পারভীন। ১২ টি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যানবৃন্দ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলায় রাজস্ব লাইব্রেরী পক্ষে নিবিড় মেহেদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল সরকারিভাবে উচ্চশিক্ষা স্কলার্শিপ গ্রহণে বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন। কালিগঞ্জে তিনি এক বছর ১ মাস চাকরি করা কালীন অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড গ্রহণ করেছেন।
Please follow and like us: