নেশার টাকার জন্যই স্ত্রী-মেয়েকে হত্যা
নিউজ ডেস্ক:
মাদক কিনতে টাকা না দেয়া ও বাকবিতণ্ডার জেরেই স্ত্রী পলি খাতুন ও পাঁচ মাস বয়সী মেয়ে টুকটুকিকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে ফিরোজ হোসেন। ঘটনার পর ঢাকায় পালিয়ে যায় সে।
সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ হোসেন ওই গ্রামের হাসিব আলীর ছেলে। ঢাকার গাবতলী থেকে তাকে আটক করা হয়।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, কিছুদিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করত ফিরোজ। একটি দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর সে সুস্থ হয়ে অটোরিকশা চালাতো। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর সে অটোরিকশা বিক্রি করে নেশার টাকা যোগার করে। এ নিয়ে স্ত্রী পলি খাতুনের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হতো ফিরোজের। সোমবার রাতে নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দেয় সে। টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে ঘুমন্ত অবস্থায় পলি ও তার শিশু সন্তান টুকটুকিকে বালিশচাপা দিয়ে হত্যা করে ফিরোজ।
তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের পর ফিরোজ হোসেন একটি নৈশ পরিবহনে চড়ে ঢাকায় পালিয়ে যায়। পরিবহনটি শনাক্ত করে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
ওসি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।