স্কিনের রুক্ষতা দূর করুন ঘরে তৈরি হলুদ ও চন্দন সাবান ব্যবহার করে
লাইফস্টাইল ডেস্ক:
বাজারে নানান ধরনের সাবান আমরা দেখতে পাই। এর মধ্যে বেশিরভাগ সাবানেই ক্যামিক্যাল জাতীয় দ্রব্য থাকে। যা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর। সাবান আমাদের স্কিনকে রুক্ষ করে দেয়। বিশেষ করে শীতকালে তো বটেই। টিভিতে বিজ্ঞাপন দেখে সাবান কেনার ইচ্ছে হয়নি এমন মানুষ খুব কমই আছেন।
সাধারণভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কিছু চর্বিজাতীয় তেল মিশিয়ে সাবান তৈরি করা হয়। আর এই সাবান প্রতিনিয়ত ব্যবহার করলে আমাদের ত্বকে ময়েশ্চার দিনে দিনে কমে যায়। ত্বক নির্জীব হয়ে যায় এবং ত্বকে নানা সমস্যার সৃষ্টি হয়। তবে আয়ুর্বেদিক সাবানের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা।
এখানে পৌঁছাতে চর্বির বদলে প্রাকৃতিক অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে হলুদ চন্দন সাবান তৈরি করা যায় সে সম্পর্কে-
যা যা লাগবে: হলুদ গুঁড়া এক কাপ, চন্দন গুঁড়া এক কাপ, চন্দন এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা (না দিলেও সমস্যা নেই), লেবুর রস কয়েক ফোঁটা (না দিলেও সমস্যা নেই), অলিভ অয়েল এক টেবিল চামচ, সোপ বেজ আধ কাপ। এক্ষেত্রে বলে রাখা ভালো, সোপ বেজ হচ্ছে সাবান তৈরির মৌলিক উপাদান।
এটা সব স্থানে পাওয়া না গেলেও বিদেশী পণ্য পাওয়া যায় এমন স্থানে পাওয়া যাবে। অনলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে। যদি সোপ বেজ খুঁজে না পান, তাহলে গ্লিসারিন বেজড যেকোনো সাবান নিলেই হবে। ঘরোয়া সাবান তৈরির জন্য বিদেশী ‘পিয়ারস’ সাবানটি ভালো।
একটি সাধারণ পিয়ারস সাবান ব্যবহার করলেই চলবে চন্দনের সাবান তৈরির ক্ষেত্রে। হলুদ ও চন্দন সামান্য পানির সঙ্গে মিশিয়ে ভালো করে ছেঁকে নিন। এবার একটি হাঁড়িতে পানি নিয়ে নিন। এর ওপরে একটি পরিষ্কার কাঁচের বাটি দিয়ে দিন। এটাকে বলে ডাবল ব্রয়লার। যেভাবে আমরা চকলেট গলিয়ে নিন, ঠিক সেভাবেই সাবান গলিয়ে নেব।
সোপ বেজ বা সোপ সরাসরি আগুনের তাপে না দিয়ে এভাবে গলিয়ে নিলেই বেশি সুবিধা। কাঁচের বা সিরামিকের বাটি ব্যবহার করুন। স্টিল ও প্লাস্টিকের বাটি এড়িয়ে চলুন। সোপ বেজ বা সাবান একটি পরিষ্কার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিন এবং হাঁড়ির ওপরে বসানো বাটিতে দিয়ে দিন। একটি কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে গলিয়ে নিন।
সোপ বেজ সম্পূর্ণ গলে গেলে তাপ থেকে সরিয়ে নিন এবং দ্রুত অন্যান্য উপাদানগুলো মিশিয়ে দিন। ওপরে একটু ফেনার মতো উঠলে সেটা চামচ দিয়ে ফেলে দিন। আপনার পছন্দমতো যেকোনো ছাঁচে আগে থেকেই অলিভ অয়েল মেখে রাখুন। সমস্ত উপাদান মেশানো সোপ বেজ সেই ছাঁচে ঢেলে দিন। ঠান্ডা হতে দিন। ২৪ ঘণ্টা শেষ হবার আগেই দেখবেন তৈরি আপনার হলুদ ও চন্দন সাবান! ছাঁচ থেকে বের করে সাধারণ সাবানের মতো ব্যবহার করুন।
এই হলুদ ও চন্দন সাবান ১০০ ভাগ নিরাপদ কারণ এতে আছে ঘরে তৈরি করা হলুদ ও চন্দন। এই সাবানের উপকারীতা হল, এই সাবান ব্যবহারের ফলে হলুদে প্রভাবে ত্বকের কোনো রকম অ্যাল্যার্জি হতে দেয় না ও ত্বকেও উজ্জ্বল করে। চন্দন থাকায় মুখে ব্রনের দাগ গুলিও মিলিয়ে যায়।ফলে বাজারে কেনা সাবানের চেয়ে ঘরোয়া প্রদ্ধতিতে তৈরি সাবান ব্যবহার করলে, হাতেনাতে ফল পাবেন।