নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে মহান বিজয়দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বল্প পরিসরে দিবসটি উদ্যাপন করা হয়। সকাল ১০ টার সময় নবজীবন কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ কাজলের কনিষ্ঠ ভ্রাতা ও নবজীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি জনাব শামসুল আলম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে তার ভ্রাতা অকুতভয় মুক্তিযোদ্ধা শহীদ কাজল হানাদার পাকিস্তানিদের বর্বরতার বিরূদ্ধে লাখো বীর বাঙালির সাথে একাত্মা হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন। আজ লাখো প্রানের উৎসর্গে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতাকে রক্ষা করতে সকল শ্রেণির জনগনকে এক হতে হবে ও দেশের সার্বিক কল্যানে সর্বদা নিয়োজিত থাকতে হবে।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় আমাদের উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব স্থানে কঠোর পরিশ্রম করতে হবে। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নবজীবন কার্য নির্বাহী কমিটির সদস্য আফরোজার রহমান খান চৌধুরী, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন ইনস্টিটিউটরে সহকারী শিক্ষক শেখ মফিজুল হক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।