আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক:

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি। আজ (১৪ ডিসেম্বর) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

এছাড়া তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোকর‌্যালির আয়োজন করা হয়েছে। আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জামালপুরের উদীচী, খেলাঘরসহ ৭০টি সংগঠনের অংশগ্রহণে এ শোক র‌্যালিটি সকাল ১১টায় তামালতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেন শায়িত পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে। এ সময়  শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী কোরআনখানি ও বাদ আসর মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আমজাদ হোসেন স্মরণসভা। তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন গণ্যমান্য ব্যক্তি ও ঘনিষ্ঠজন।

প্রসঙ্গত, শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)