কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ ও করোনাকালীন সচেতনতামূলক প্রচারণা
কামরুল হাসানঃ
কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে রোববার কলারোয়া পৌর শহরে করোনা ভাইরাস সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ‘মাস্ক
পরি, সুরক্ষিত থাকি- নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন’ এ স্লোগানকে সানে রেখে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু করে কলারোয়া পৌর শহরে এই মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির। বিশেষ অতথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা।
উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম, সদস্য সেলিম খাঁন, তরিকুল ইসলাম, রাজু রায়হান, এনজিও পরিচালক মেহেদি হাসান প্রমুখ।
হ্যান্ডমাইকে করোনা সচেতনতার প্রচার সম্পন্ন করেন ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন।
Please follow and like us: