ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বোটানি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোজ্জামেল হকের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোজ্জামেল হক (৮২) ঢাকার নিউরোলজি সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঢাকার মীরপুর বাসায় তিনি মোস্তিস্কে স্ট্রোকে আক্রান্ত হন। পরপরই তাকে নিউরোলজি সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
ডা. মোজ্জামেল হক সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী হাইস্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে খুলনার দৌলতপুর বি,এল কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষকতা করেন। তিনি আমৃত্যু ঢাকা বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত ‘জার্নাল অব বোটানি সম্পদনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তার পারিবারিক সূত্র আরও জানায়, ড. মোজ্জামেল হকের মরদেহ তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় আশাশুনি উপজেলার কাদাকাঠি গ্রামে নিয়ে আসা হবে এবং কাদাকাটি মসজিদ চত্বরে আজ শনিবার সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।