দেবহাটা উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী মুজিবর

মোমিনুর রহমান:

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের কাঙ্খিত উপ নির্বাচনে আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের ভাগিনা আলহাজ্ব রফিকুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমানকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের দু’বারের নির্বাচিত সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান। সর্বমোট ২৫ হাজার ৪শ ৬৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতিকের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ১২ হাজার ৯শ ৯৩ ভোট এবং অপর প্রতিদ্বন্দী এনপিপি’র আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমান ৪০৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গত বৃহষ্পতিবার দিনভর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে উপজেলার ৪০টি কেন্দ্রে ভোটগ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে ফলফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এতথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও রির্টার্নিং অফিসার নাজমুল কবীর।

এর আগে বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহন শুরু হয়। শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহনে স্বতষ্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা।

উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় (উত্তর পাশের ভবন) কেন্দ্রে মুজিবর রহমানের নৌকা প্রতিক পেয়েছে ৩৬২ ভোট, রফিকুল ইসলামের আনারস প্রতিক পেয়েছে ১৪৩ ভোট এবং এনপিপির অজিয়ার রহমানের আম প্রতিক পেয়েছে ১১ ভোট, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় (দক্ষিন পাশের ভবন) কেন্দ্রে নৌকা-১৬৯ ভোট, আনারস-১০২ ভোট, আম-৩ ভোট, পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-২৯২ ভোট, আনারস-৩৮৩ ভোট, আম-১১ ভোট, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৩৪২ ভোট, আনারস-১৪১ ভোট, আম-৩ ভোট, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৮৮ ভোট, আনারস-১৮৫ ভোট, আম-১৮ ভোট, টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১২০২ ভোট, আনারস-২০৩ ভোট, আম-৫ ভোট, সেন্ট্রাল হাইস্কুল সুবর্নাবাদ কেন্দ্রে নৌকা-৭৪২ ভোট, আনারস-২১৭ ভোট, আম-৭ ভোট, গোবরাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা- ৮৫৮ ভোট, আনারস-২৫৭ ভোট, আম-৭ ভোট পেয়েছে।

পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৬০ ভোট, আনারস-২১৪ ভোট, আম-১০ ভোট, পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাইক্লোন শেল্টার) কেন্দ্রে নৌকা-১৭২ ভোট, আনারস-৬০০ ভোট, আম-১০ ভোট, মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা উত্তর পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৭৭ ভোট, আনারস-৪০৬ ভোট, আম-৩ ভোট, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৭ ভোট, আনারস-৬৩৯ ভোট, আম-৯ ভোট, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৪৯ ভোট, আনারস-৫২১ ভোট, আম-৮ ভোট, খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৩৪ ভোট, আনারস-৯৬৬ ভোট, আম-১৯ ভোট, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৩৭৩ ভোট, আনারস-১৫০ ভোট, আম-১ ভোট, জেলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাইক্লোন শেল্টার) কেন্দ্রে নৌকা-৭৯৯ ভোট, আনারস-২৬৫ ভোট, আম-১৩ ভোট, বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৫৫ ভোট, আনারস-৭৩ ভোট, আম-১৯ ভোট, জোয়ার (১) গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫২৮ ভোট, আনারস-৫৮২ ভোট, আম-১১ ভোট পেয়েছে।

সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫২৯ ভোট, আনারস-৬২৮ ভোট, আম-১১ ভোট, সখিপুর ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে নৌকা-২১৪ ভোট, আনারস-৪৫৩ ভোট, আম-১ ভোট, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ (পূর্ব পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৩৮১ ভোট, আনারস-৭৭৬ ভোট, আম-১০ ভোট, খানবাহাদুর আহছানউল্লা কলেজ (উত্তর পাশের ভবন) নৌকা-৩১৫ ভোট, আনারস-৬০০ ভোট, আম-৫ ভোট, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৭২২ ভোট, আনারস-৩২৭ ভোট, আম-০২ ভোট, চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৫৪ ভোট, আনারস-১০১ ভোট, আম-১ ভোট পেয়েছে। তবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন বেলা ১২টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডতার সৃষ্টি এবং উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ভোটগ্রহন স্থগিত করে প্রশাসন।

নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৫৯ ভোট, আনারস-৩১২ ভোট, আম-১০ ভোট, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৭৭২ ভোট, আনারস-১৮৪ ভোট, আম-৫ ভোট, দক্ষিন পাশের টিনশেড ভবন কেন্দ্রে নৌকা-৯২৭ ভোট, আনারস-১৭১ ভোট, আম-৮ ভোট, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৯৩১ ভোট, আনারস-১০০ ভোট, আম-৯ ভোট, বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৩০২ ভোট, আনারস-৬২ ভোট, আম-২ ভোট, হাদীপুর আহছানিয়া হাইস্কুল কেন্দ্রে নৌকা-৮০১ ভোট, আনারস-২৯২ ভোট, আম-৪২ ভোট, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৫৭ ভোট, আনারস-২৩২ ভোট, আম-৩৯ ভোট, উত্তর আষ্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৮১ ভোট, আনারস-৭৪ ভোট, আম-৯ ভোট, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৬৫৮ ভোট, আনারস-৩২২ ভোট, আম-১১ ভোট, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নৌকা-৪৫৭ ভোট, আনারস-৪৯১ ভোট, আম-১১ ভোট পেয়েছে।

দেবহাটা সদর ইউনিয়নের মধ্যে ভাঁতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮১৪ ভোট, আনারস-৪৬৭ ভোট, আম-১৬ ভোট, ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৫৬৩ ভোট, আনারস-১৫০ ভোট, আম- ভোট-০ ভোট, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৭৭৩ ভোট, আনারস-৬০৭ ভোট, আম-১৩ ভোট, সুশীলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৪৬৭ ভোট, আনারস-৩৬৫ ভোট, আম-৩ ভোট এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৪৯৮ ভোট, আনারস-২৩৩ ভোট, আম- ৩২ ভোট পেয়েছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)