তালায় ফুলকপি চাষ করে লক্ষ টাকা আয়ের স্বপ্ন কৃষকের
জহর হাসান সাগর :
সাতক্ষীরার তালায় কপি চাষ করে আবার ঘুরে দাঁড়িয়েছে চাষিরা। তাই এবার শীত কালীন লাগানো ফুলকপি- ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তালায় শীত কালীন কপি চাষিদের মুখে হাসি ফুটেছে। প্রত্যাশা ও প্রাপ্তির এক অনাবিল সুখে কর্মব্যস্ত সময় পার করছেন তারা। এবার তালা উপজেলায় বিভিন্ন মাঠ লাগানো হয়েছে ফুল কপি।
লাগানো নিয়ে ব্যস্ত চাষিরা। আবহাওয়া অনুকূল ও কপিতে কোন রোগ বালাই না হলে এবারো ভালো ফলন ও লাভের আশা করছেন তারা। কপি চাষে বিঘা প্রতি মোট খরচ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। ভাল বাজার দর পেলে ক্ষেত থেকে পাইকারী দরে বিঘায় এক লাখ টাকার কপি বিক্রি‘র আশা চাষিদের।
উপজেলা বিভিন্ন মাঠে এবার ব্যাপকভাবে চোখে পড়েছে শীত কালীন ফুল কপি চাষের চিত্র। বাম্পার ফলনের সঙ্গে আশা কাক্সিক্ষত দরের। এ ধারা অব্যাহত রাখা গেলে এ অঞ্চলে কৃষিতে ক্ষতি পুষিয়ে বড় ধরনের পরিবর্তন হবে বলে মনে করেন কৃষকরা। সরেজমিনে তালা উপজেলার হাজরাকাটী গ্রামের মাঠে পড়ন্ত বিকেলে ফুলকপি চাষি ইসমাইল এর সাথে কথা বললে।
তিনি জানান, গতবছর ২ বিঘা জমিতে ফুলকপি, পাতাকপি লাগিয়েছিলাম, প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা হয়েছিল। এবার ৩ বিঘা লাগিয়েছি। তিনি আশা করছেন, এবার অন্তত ৩ লাখ টাকা বেচাকেনার। তিনি আরো জানালেন, প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া ভালো থাকলে ৫০থেকে ৬০ হাজার টাকা লাভ থাকবে।
Please follow and like us: