আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে স্বাস্থ্য বিধি না মানা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারের চা দোকানী কোরবান আলির পুত্র সাইফুল্লাহকে ২৫০ টাকা, রুহুল আমিনের পুত্র নয়ন হোসেনকে ২৫০ টাকা তামাকজাত দ্রব্য আইন ৮ এর ক ধারায় জরিমানা করেন। একই সময় দঃবিঃ ২৫৯ ধারায় গুনাকরকাটি গ্রামের হাবিবুল্লাহর পুত্র উজ্জল ও আঃ রহমানের পুত্র জসিম উদ্দিনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাসিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় ৫টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন।