কুনি নখের সমস্যা দূর করবে শুকনো মরিচ
চিকিৎসা ডেস্ক:
কুনি নখের সমস্যা প্রায় কমবেশি সবারই হয়। এটি বেশ যন্ত্রণাদায়ক এক সমস্যা। হাত বা পা দুই জায়গার নখেই এটি হতে পারে। এই সময় হাত দিয়ে কোনো কাজ করা কিংবা হাঁটাচলা করা বেশ কষ্টসাধ্য এক ব্যাপার হয়ে দাঁড়ায়।
নখ কাটতে গিয়ে বা কোনো কিছুতে লেগে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কুনি নখের মতো যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও’র ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’-এর পোডিয়াট্রিস্ট (বিশেষজ্ঞ চিকিৎসক) জিওরজিয়ানি বুটেক জানান, নখের পাশের ত্বকের মধ্যে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। এর ফলে আরো অনেক বেশি যন্ত্রণা হতে থাকে।
এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি দিতে পারে শুকনো মরিচ। ভয় পাবেন না এটি খুব তাড়াতাড়ি কুনি নখের সমস্যা দূর করতে পারে। চলুন জেনে নেয়া যাক ব্যবহার পদ্ধতি-
প্রথমে কিছুটা উষ্ণ গরম পানিতে স্যাভলন মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে দুই মিনিট ধরে আক্রান্ত স্থান ধুয়ে জীবাণুমুক্ত করুন। একটি শুকনো মরিচ নিয়ে পেছন দিকটা সামান্য কেটে ভেতরের বিচিগুলো বের করে ফেলুন। কিছুটা সরিষার তেল এই মরিচের ভেতরে দিয়ে গরম করে নিন। এই ক্ষেত্রে মোম জ্বালিয়ে গরম করার কাজটি করতে পারেন। গরম এই তেল আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সারারাত। সকালে আবার একই উপায়ে স্যাভলন পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এভাবে কয়েকদিন করলেই কুনি নখের সমস্যা দূর হবে। এছাড়াও নিয়মিত নখ কেটে ছোট করে রাখুন। সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখুন।