সাতক্ষীরার মাছখোলা সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবেঃএমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজঃ
সাতক্ষীরা সদরের মাছখোলা সড়ক নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মাছখোলা ক্লাব মোড় হতে মাছখোলা বাজার ওয়াপদা পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পরিদর্শণ করেন। এসময় তিনি পথচারী ও
স্থানীয়দের সাথে কথা বলেন এমপি রবি। এসময় এমপি রবি বলেন, এই সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তীতে পড়ে। সেকারণে অনেক উঁচু করে রাস্তাটি নির্মাণ করার জন্য দুই দুইবার এই রাস্তার কাজের টেন্ডার হয়েছে। এই সড়কটি দীর্ঘদিনের দাবী এলাকাবাসীর। সড়কের নির্মাণ কাজ বন্ধ আছে। খুব তাড়াতাড়ি সড়কের কাজ শুরু হবে। এ সড়কের নির্মাণ কাজে কোন অনিয়ম হবেনা। এসময় এলাকাবাসীর অভিযোগ পেয়ে তিনি রাস্তা ফিতা দিয়ে মেপে দেখেন এবং খোয়া ও বালি পরীক্ষা করেন। সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়ার কথা বলেন। মাছখোলা ক্লাব মোড় হয়ে মাছখোলা বাজার ভায়া ওয়াপদা পর্যন্ত দেড় কিঃ মিটার রাস্তা ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা
এলজিইডি’র বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে। উল্লেখ্য, এই সড়কের নির্মাণ কাজের ওয়ার্কঅর্ডার
দেওয়া হয়েছে ১৪/১০/২০১৯ এবং নির্মাণ কাজ শেষ করার তারিখ ১৩/১০/২০২০। আজ অবধি সড়কটির নির্মাণ কাজ শেষ হয়নি