খুলনা ডুমুরিয়ায় চিংড়িমাছে অপদ্রব্য পুশের দায়ে এক ডিপো মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়া চিংড়ি মাছে জেলি পুশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বুধবার (২ ডিসেম্বর ২০২০) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জীব দাসের নেতৃত্বে ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে জেলি পুশ করার সময় মোল্লা ফিশের স্বত্বাধিকারী মজিদ মোল্লা(৪৭)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অতঃপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ এবং মাছজাত দ্রব্য(পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’১৯৮৩ এর ১০ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৫২ ধারায় ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি ৮০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার,ডুমুরিয়া জনাব মোঃ আবদুল ওয়াদুদ মহোদয়ের নির্দেশনায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত চলবে।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ রায়হানুল হাসান এবং ডুমুরিয়া থানা পুলিশ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।