শহরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পথ নাটক ‘সুন্দর জীবন’ প্রদর্শিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা শহরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পথ নাটক ‘সুন্দর জীবন’ প্রদর্শিত হয়েছে। ঢাকা আহছানীয়া মিশন, পেপসেপ প্রকল্পের আয়োজনে নাটকটি অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে পৌর শহরের ইটাগাছা এলাকায় সুন্দর জীবন নাকটির পরিবেশনায় ছিলেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, ঢাকা আহসানীয়া মিশন, পেপসেপ প্রকল্পের কর্মকর্তা খালেদুর রহমান, বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ’র পরিচালক মুসা করিম। সুন্দর জীবন নাকটির অভিনয়ে ছিলেন অতুল কুমার ঘোষ, শেখ মনিরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, অনুজিৎ মন্ডল, ছন্দা মন্ডল, পপি মন্ডল, খুকুমনি, শহিদুল, কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আসিফুল আলম(আসিফ), বিল্লাহ হোসেন, আরাফাত হোসেন (বাবু) প্রমুখ। নাকটটি প্রদর্শনের জন্য সহ-বাস্তবায়নে ছিলেন খ্রীষ্টান এইড ও অর্থায়নে দি ইউরোপিয়ান ইউনিয়ন। ঢাকা আহসানীয়া মিশন, পেপসেপ প্রকল্পের মাধ্যমে মানুষের সচেতন করা হচ্ছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পথ নাটক প্রদর্শিত করে সমাজ পরিবর্তন হবে।