কলারোয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মাতার দাফন সম্পন্ন \ শিক্ষক নেতৃবৃন্দের শোকজ্ঞাপন
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুর রকিবের মাতা আশরাফুননেছা রানু (৮০)’র জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার যোহর নামাজবাদ কাদপুর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা অফিস কর্মকর্তা ও শুভাকাঙ্খীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক নেতা ফজলুল করিম, শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু, শিক্ষক নেতা ও প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, শিক্ষক নেতা শওকত আলী, আসাদুজ্জামান আসাদ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, শেখ তামিম আজাদ মেরিন, মনিরুজ্জামান, শামছুর রহমান লাল্টু,শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ডা: রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, সাংবাদিক আতাউর রহমান, সমাজ সেবক হারুন আর রশিদ, মফিজুল ইসলামসহ উভয় শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুননেছা রানু মৃত্যুবরণ (ইন্না..রাজিউন) করেন।
Please follow and like us: