সাতক্ষীরায় ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত
আসাদুজ্জামান:
সাতক্ষীরা আশাশুনিতে তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক ও শীর্ষ সন্ত্রাসী মন্টুর সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগিদের হুমকীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাঁদাকাটি ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার সকালে স্থানীয় মিত্রতেতুলিয়া বাজারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু, বৃদ্ধ, যুবক ও মহিলারা অংশ গ্রহন করেন।
মানব বন্ধনে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী বলেন, ধর্ষক মন্টুর লোলুপ আচরণের হাত থেকে সংখ্যালঘু ও সাধারণ পরিবারের মেয়ে ও স্ত্রী কেউই নিরাপদ নই। তাকে গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও মন্টুর সহযোগিরা মামলার বাদী ও তার পরিবারের লোকজনের নানা ভাবে হুমকী ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।
বক্তারা এ সময় ধর্ষক মন্টুর সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগিদের হাত থেকে ভুক্তভোগী পরিবারকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।