কৈখালী বিজিবি কর্তৃক ভারতীয় ২১ ছাগল আটক
শ্যামনগর প্রতিনিধিঃ
কৈখালী বিজিবির অভিযানে ২১ ছাগল আটক, উধাও ১০ পিছ, ভুড়িভোঁজ ২ পিছ এবং চালান ৯ পিছ। ঘটনা সূত্রে জানাগেছে যে, গতকাল কৈখালী বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার লিটন সঙ্গীয় ফোস্ নিয়ে কছুখালী নামক স্থান থেকে সকাল ৭.৩০ দিকে একটি ডিঙ্গী নৌকায় ভারতীয় তোতাবরি ২১ পিছ ছাগল আটক করেন। যা প্রতি ছাগলের মূল্য প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা।
তবে গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে যে, কৈখালী বিজিবি ১০ পিছ ছাগল উধাও করে দিয়েছেন এবং বাকী ১১ পিছ ছাগল কৈখালী ক্যাম্পে ট্রলার থেকে তোলা হয়। এর মধ্যে ২ টি ছাগল ক্যাম্পে রেখে ৯ পিছ ছাগল কাটম্স সিজার লিষ্ট করেন।
কৈখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হাই ০১৭৬৯৬০৪৭০৯ নাম্বারে ফোনে বলেন, হাবিলদার লিটন সঙ্গীয় ফোস্ নিয়ে কছুখালী নামক স্থান থেকে সকাল ৭.৩০ দিকে একটি ডিঙ্গী নৌকায় ভারতীয় তোতাবরি ৯ পিছ ছাগল আটক করে। ৯ পিছ ছাগল কাটম্সের জন্য সিজার লিষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী হাবিলদার লিটনের সাথে ০১৭৫২-১৮৫২৬৯ নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধু ছিলো।
এদিকে নাম একটি বিশ^স্থ সূত্রে জানাগেছে যে, বিজিবি ২১ পিছ ছাগল আটক করেছেন।
Please follow and like us: