শ্যামনগরে হানাদার মুক্ত দিবসে বক্তব্য রাখেন এস,এম জগলুল হায়দার-এমপি
আশিকুজ্জামান লিমন :
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরা’র শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিপাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে।শ্যামনগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন।
মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থতি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকি,থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জ্জামান সাঈদ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সমুন, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভায় অংশগ্রহন করেন। আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Please follow and like us: