বাগেরহাটে ১৭ দিনের শিশু চুরি করে হত্যা: শিশুর বাবাসহ তিনজন আটক
নিউজ ডেস্ক:
বিছানা থেকে ১৭ দিনের শিশু চুরির পর হত্যার ঘটনায় বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউপির গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শিশুর বাবা সুজন খান, চাচা রিপন খান ও ফুফা হাসিব খান।
এর আগে রোববার রাতে বাবা-মায়ের মাঝে ঘুমিয়ে থাকা ১৭ দিনের শিশু সানজিদা আক্তার চুরি হয়। এ ঘটনার তিনদিন পর বুধবার সকালে মোরেলগঞ্জ সদর ইউপির গাবতলা গ্রামে নিজ বাড়ির পাশে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে চুরি যাওয়া শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাসহ তিনজনকে থানায় আনা হয়েছে।
অপরদিকে একমাত্র নবজাতককে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন শিশুটির মা শান্তা আক্তার।
প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বল।