যুবলীগ নেতা পারভেজের উদ্যোগে আসহায় দুস্থদের মাঝে নগত অর্থ, বস্ত্র বিতারণ
নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর পক্ষে অসহায়, দুস্থ, বিধাব, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগত অর্থ , বস্ত্র বিতারণ ও দোয়া অনুষ্ঠান করেছে কোন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি. এম ওয়াহিদ পারভেজ। বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিধি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি জাহিদ হোসাইন বাপ্পি, সাবেক সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মিঠুন ব্যানার্জি, ছাত্র নেতা রাজিব ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন,আছাবুর রহমান তানভীর কবিরসহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠান ও পরে শতাধিক অসহায়, দুস্থ, বিধাব, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগত অর্থ, বস্ত্র বিতারণ করা হয়।