আজ অঘোষিত ফাইনালে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দেশের ফুটবল। প্রায় পাঁচ বছর পর শুক্রবার নেপালের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। দুই প্রীতি ম্যাচের সিরিজের প্রথমটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচ জিতলেও সিরিজ নিশ্চিতের জন্য আজকের ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ড্র করলেই সিরিজ জয়ের আনন্দে মাতবে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজ ড্র করতে চাইলে এ ম্যাচ জিততেই হবে নেপালকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এর আগে প্রথম ম্যাচ জেতায় সবাইকে খুশী থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শেষ ম্যাচটা ফাইনালের মতো। এটা জিতলে দেশের ফুটবলের জন্য খুবই ভালো। তবে হারলে সবাই পকপক করবে। কাজেই আমাদের জিততেই হবে।’
প্রথম ম্যাচে কিছু ভুলত্রুটির ব্যাপারে জামালের বক্তব্য, ‘মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি, একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।’
এ ম্যাচ কোচ জেমি ডে-কে সাইডলাইনে পাচ্ছে না বাংলাদেশ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাঠেই আসতে পারবেন না তিনি। তবে ম্যাচ জয়ের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সফরকারী নেপালের বড় পরীক্ষা নেবে এমনটা আশা করাই যায়।