হাসপাতালে অগ্নিকাণ্ড, ১০ রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
রোমানিয়ায় করোনা রোগীদের চিকিৎসাধীন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মত্যু হয়েছে। আগুনে দগ্ধ আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দেশটির সরকার জানায়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমটের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হতাহতের ঘটনা ঘটে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসাপাতালে করোনা চিকিৎসাধীন ৮ জন রোগী এক রুমে পুড়ে মারা যান। আরো দুজন অন্য রুমে দগ্ধ হয়ে মারা যান। পুরো হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ায় চিকিৎসক এবং নার্সও দগ্ধ হন। ধোঁয়ার কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।
দুর্ঘটনার পর অনেককে অন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামরিক বিমানে করে রাজধানী বুখারেস্টে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রোমানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা।