সংগীতের উজ্জ্বল নক্ষত্র নিয়ে মন্তব্য করা জীবনের ভুল ছিল:নোবেল
বিনোদন ডেস্কঃ
একসময় গানের জন্য তুমুল জনপ্রিয় হয়েছিলেন সারেগামাপা’র নোবেল। তবে বিগত বছরগুলোতে তিনি নানা বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ফলে এসব কারণে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। সঙ্গে হারিয়েছেন তার অর্জিত খ্যাতি। সঙ্গে কলকাতা ও বাংলাদেশ দুই দেশের সংগীতপ্রেমীদেরই রোষানলের শিকার হয়েছেন তিনি।
তবে হঠাৎ নিভে যাওয়া সেই নোবেল সব ভুলে আবারো জ্বলে উঠছেন গানে। ‘তামাশা’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় উজ্জ্বল কয়েকজন নক্ষত্রকে নিয়ে মন্তব্য করায় সমালোচনা শুরু হয় তাকে নিয়ে।
তবে এতো গেলো পুরানো খবর, নতুন খবর হলো অতীতের সব ভুলের কারণে অনুতপ্ত নোবেল। দেশিয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নোবেল বলেন, প্রচার-প্রচারণা করতে গিয়ে আমি সংগীতের উজ্জ্বল কয়েকজন নক্ষত্রকে নিয়ে যেসব মন্তব্য করেছিলাম, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ, নেতিবাচক কথাবার্তা একজন মানুষকে শেষ পর্যন্ত বেশি দূর নিয়ে যেতে পারে না।
পাশাপাশি তিনি আরো বলেন, এসব স্বল্প সময়ের জন্য আলোচনায় আনতে পারে। কিন্তু দিন শেষে আমি তো শিল্পী, আইটেম নই। মানুষ আমাকে শিল্পী হিসেবে দেখে। সুতরাং আমার উচিত শিল্পীসুলভ আচরণ করা। আমার মনে হয়, ওই সময় আমি কোনো কারণে হয়তো নিজের ভেতরে ছিলাম না।
বর্তমানে গীতিকার আহমেদ রিজভী, সুরকার আহমেদ হুমায়ন, নির্মাতা শাহরিয়ার পলকের সঙ্গে কাজ করছেন নোবেল। ‘অভিনয়’ গানটি এই টিমের কাজ। এই টিম নিয়ে বড় পরিসরে কয়েকটি কাজ করার ইচ্ছা রয়েছে নোবেলের।