দেবহাটায় মারপিটে আহত নারীর মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা
মোমিনুর রহমান:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঘরীতে প্রতিপক্ষের হামলা একজন নিহত হওয়ার ঘটনায় ৮জনকে আসামী করে সাতক্ষীরার দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। নিহত রোকেয়া বেগম (৬৫)’র ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলা নং-০৫।
উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবহাটার মাঘরীতে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগমসহ একই পরিবারের ৪জন আহত হয়। পরে বুধবার (১১নভেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত রোকেয়া বেগমের। তিনি দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
Please follow and like us: