কলারোয়ায় হুন্ডির সাড়ে ৯ লাখ টাকাসহ আটক এক
কামরুল হাসানঃ
কলারোয়া সীমান্ত থেকে হুন্ডির ৯ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকাসহ কবির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক কবির হোসেন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে মাদরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল রাজপুর পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে হুন্ডির ৯ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকাসহ কবির হোসেনকে আটক করে।
আটক আসামিকে কলারোয়া থানায় পাঠানো হয়েছে।
Please follow and like us: