হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন
শহর প্রতিনিধি:
‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, দরকারি জিনিস এখান থেকে নিয়ে যান’- এই স্লোগানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের শীত বস্ত্রের প্রয়োজন মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্টে’র উদ্যোগে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন প্রাচীরে ‘হিউম্যানিটি ফার্স্টে’র পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এই ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন সাতক্ষীরা সরাকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক মহিতোষ কুমার নন্দী, অফিস সহকারী ফারুক হোসেন ও মফিজুল ইসলাম, সংগঠনের স্বেচ্ছাসেবক আসাউর রহমান, মেহেদী হাসান, শেখ শাকিল হোসেন, রুহুল আমীন, শুভ প্রমূখ।
সংগঠনের স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ বলেন, বাড়িতে থাকা অব্যবহৃত পোশাক এখানে স্বেচ্ছায় রেখে যাবেন এবং যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এতে মানুষের শীতের কষ্ট দূর হতে পারে। সমাজের অবহেলিত, অস্বচ্ছল মানুষের জন্য কিছু করতেই সংগঠনটির এই ক্ষুদ্র প্রয়াস।
ইতোমধ্যে ‘হিউম্যানিটি ফার্স্ট গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য, দুস্থ, অসহায় মানুষের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প, এতিমদের শিক্ষার ব্যয়ভার বহন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে ‘মানবিক স্কুল’ করে দক্ষিণ খুলনা অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে।
Please follow and like us: