সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ মিটার ঢালাই ড্রেণ নির্মাণ করা হচ্ছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ ড্রেণ নির্মাণ। এ ঢালাই ড্রেণটি নির্মাণ করা হলে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মধূমাল্লারডাঙ্গী এলাকার প্রায় ৩শতাধিক পরিবারের দীর্ঘদিনের ভোগান্তী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে এবং পানি নিষ্কাশনে এ ঢালাই ড্রেণ মানুষের উপকারে আসবে। অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী এ ড্রেণ নির্মাণ হওয়ার কারণে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে।
পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ডা. রাজু আহম্মেদ, মাস্টার ফজলুল হক, এ্যাড. আবুবক্কর সিদ্দিক, পেশকার আবু জাফর সিদ্দিকী, এডিশনাল পিপি এ্যাড. রুহুল আমিন, মো. আরিফুর রহমান খান বাপ্পি, ঠিকাদার প্রতিষ্ঠান আমিনুর এন্টারপ্রাইজ’র প্রতিনিধি আমিনুর রহমান। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।