খুলনায় মাস্ক না পরলেই জেল-জরিমানা
অনলাইন ডেস্ক:
খুলনায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান শুরু করেছে প্রশাসন। কেউ মাস্ক না পরলেই জেল-জরিমানার আওতায় নেয়া হচ্ছে।
সোমবার সকাল ১০টার দিকে নগরীর দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া আটজনকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া জেল-জরিমানা করা হবে।
‘এর আগে, প্রথম পর্যায়ের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেককে জরিমানা করা হয়েছিল।
রোববার সকালে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন জানান, অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেয়া হবে। মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই জেল-জরিমানার আওতায় আনা হবে।
সভায় খুলনার এসপি এসএম শফিউল্লাহ, কেএমপির ডিসি (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।