আশাশুনিতে বায়ারের উদ্যোগে বিনামূল্যে বীজ ধান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে “বায়ার” এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনাতনে এ বীজ ধান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটি বায়ার প্রচেষ্টা” ব্যানারে বায়ার আশাশুনির কৃষকদের উন্নত জাত ও উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন। বায়ারের টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে এসএপিপিও আব্দুল গনি, বায়ারের ডিস্টিবিউটার শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ৩৩৩ জন কৃষককে ৩ কেজি করে তেজগোল্ড হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।