হতাশ ট্রাম্পকে সান্ত্বনা দিচ্ছে সতীর্থরা, ছবি ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রমেই পিছিয়ে পড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২১৪টি নিশ্চিত করতে পেরেছেন তিনি, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ভোট। এ ঘটনায় মানসিকভাবে বেশ হতাশ হয়ে পড়েছেন তিনি যার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা যায়, হোয়াইট হাউসের ওভাল অফিসের চেয়ারে বিমর্ষভাবে বসে রয়েছেন ট্রাম্প। তার আশেপাশে থাকা দলীয় লোকজন তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। ট্রাম্পের এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেশ ভাইরাল হয়েছে।এর আগে ভোট গণণা শেষ হওয়ার আগেই নির্বাচনের রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে নিজেকে জয়ী ঘোষণা করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন ক্ষুব্ধ ট্রাম্প। দিনভর ভুলভাল টুইট করেন। এছাড়া নিজের এগিয়ে থাকা রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী বাইডেনের সঙ্গে ব্যবধান বাড়তে শুরু করলে ক্ষোভে নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটরদের কল করে রাগ ঝাড়তে শুরু করেন তিনি।