শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক জাহিদ সুমনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
আনিসুর রহমান:
শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস, এম, জাহিদুল ইসলাম (জাহিদ সুমন) এর পিতা এস,এম আবু ইছহাক (৮৩) আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল আনুমানিক পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি ১স্ত্রী ২পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাযা আগামীকাল সকাল ১০টায় ভুরুলিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ও শ্যামনগর প্রেসক্লাবের কতব্যরত সকল সাংবাদিকগণ সহ নুর কম্পিউটার মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।