আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করলেন সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারত করেছে ভারপ্রাপ্ত সভাপতি ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের বাড়িতে যান নেতৃবৃন্দ এবং মরহুম আবুল খায়ের সরদারের শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাবেক সভাপতির কবর জিয়ারত করেন। এসময় নেতৃবৃন্দ মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, সদর উপজেলা
আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবুল খায়ের সরদার বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।’
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারত এর সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, নির্বাহী সদস্য মাস্টার মফিজুর
রহমান, প্রভাষক এম সুশান্ত, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুর গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.
মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক ও
ইউপি সদস্য মহাদেব, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলা
আওয়ামীলীগের সদস্য ও সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওমর ফারুক।