বিরল ‘ব্লু মুন’ দেখা যাচ্ছে দেশের আকাশে
অক্টোবরের শেষ রাত মানেই তো গা ছমছমে! কারণ এদিন উৎযাপিত হয় হ্যালোউইন নামের এক ভূতুড়ে উৎসব। এবার এ উৎসবে বাড়তি একটি আনন্দ যোগ হচ্ছে ব্লু মুন। শনিবার রাতে বিরল ব্লু মুনের দেখা যাচ্ছে দেশের আকাশে।
শুক্রবার বিকেল থেকে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ। আজও আকাশে স্পষ্ট। এর মধ্যেই দেখা যাচ্ছে সেই বিরল মহাজাগতিক দৃশ্য ‘ব্লু মুন’। যা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে।
আয়ারল্যান্ডের জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালের পর প্রথমবার আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে হ্যালোইন এবং পূর্ণ চাঁদ একসঙ্গে দেখা দেবে। চলতি মাসের দ্বিতীয় পূর্ণিমা এটি। সাধারণত কোনো মাসে দু’বার পূর্ণিমা হয়, তবে দ্বিতীয়টাকে বলা হয় ব্লু মুন।
অক্টোবর মাসের ১ তারিখ ছিল পূর্ণিমা। আবার ৩১ অক্টোবর রাতেও হচ্ছে পূর্ণিমা। নামে নীল চাঁদ হলেও, আসলে তা পুরোপুরি নীল হয় না। তবে চাঁদ আরো বেশি উজ্জ্বল ও বড় দেখায়। আজ রাত ৮টা ৪৫ মিনিটের পরই সেই ঔজ্জ্বল্য কমতে শুরু করবে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ান আগ্নেয়গিরি ক্রাকাতোয়ায় ভয়াবহ উদগীরণ হয়। প্রচুর পরিমাণে কালো ছাই বাতাসে জমা হয়। সে সময় আকাশ কালো হয়ে যায়। এর মধ্য দিয়ে চাঁদের আলো পড়ে পুরো চাঁদকে নীল রংয়ের দেখাচ্ছিল। সেখান থেকেই ব্লু মুনের ধারণার উৎপত্তি বলে মনে করা হয়।