দরগাহপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কায়ছেদ মলংগীর দাফন সম্পন্ন হয়েছে।
মৃত হাফেজ মলংগীর পুত্র মুক্তিযোদ্ধা কায়ছেদ মলঙ্গী বৃহস্পতিবার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রজেউন)। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আফজাল হোসেন, হাসেম আলী গাজী, আখতারুজ্জামান, শেখ বজিয়ার রহমান ও রমজান আলী, অধ্যক্ষ মাওলানা আমিন উদ্দীন, মাওলানা আবু সাইদ, মাওলানা আবদুস সবুর খান, ইউপি সদস্য আব্দুল সামাদ, মাজেদ গাজী ও মনিরুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সাংবাদিক শেখ আরাফাত, শিক্ষক মুস্তাফিজুর রহমান, আব্দুল জলিল, সবুর খান, শেখ আবুল খায়ের, বিট পুলিশিং কর্মকর্তা এএসআই বাবুলসহ সর্বস্তরের মানুষ। জানাজায় ইমামতি করেন, মরহুমের ভাগ্নে মাওলানা আব্দুল সবুর।