আশাশুনিতে ফ্রান্সকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিভিন্ন মসজিদ, জন প্রতিনিধি ও সামাজিক উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন: শুক্রবার জুম্মার নামাজ শেষে আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীদের উদ্যোগে মসজিদের সামনে হতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মু. আসিব ইকবাল, ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান, আছাদুল ইসলাম, আবু সাইদ, জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বর রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা নূরুল হক খোকন, প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ।
কুল্যা ইউনিয়ন: গুনাকরকাটি বাজার থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাজার হাজার নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে মিছিলটি পুনরায় গুনাকরকাটি বাজারের গিয়ে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, মাওলানা সোলাইমান আজিজী, মাওলানা ইয়াহিয়া ইকবাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মাহবুবুর রহমান আজিজী, মাওলানা ইয়াছির আরাফাত, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবু ছায়েম, মাওলানা রাশেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল বারী, ব্যাংক কর্মকর্তা আবুল হাসান বাবলুসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভনালী ইউনিয়ন:জুম্মার নামাজ শেষে গোদাড়া যুব কমিটি ও যুব সংঘের আয়োজনে গোদাড়া মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাম্পাফুল হাই স্কুল মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক। বিল্লাল হোসেন মনির পরিচালনায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, গোদাড়া মসজিদের ঈমাম আসমাতুল্লাহ আল গালিব, গোদাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু মুকিত, শিক্ষক আবু সেলিম রেজা প্রমুখ।