বাংলাদেশ জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
শহর প্রতিনিধি:
“লুণ্ঠন, ধর্ষন, ব্যাভিচার, মাদক ব্যবসা প্রতিরোধ কর, জনগণের অধিকার ও সম্মান পুনঃপ্রতিষ্ঠা কর, সমতা গণতন্ত্র-ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংঘবন্ধ হও” শ্লোগানে বাংলাদেশ জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় খুলনা রোড মোড়স্থ বাংলাদেশ জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী।
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সভার শুরুতে বীরমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি সদ্য প্রয়াত আবু বক্কর সিদ্দিক এর স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জে এস ডি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, বাসদ(মার্কসবাদ) নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সেক্রেটারি দিদারুল আলম হেলাল, পৌর বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক আশরাফ সরদার, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলার সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ।