ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত
আব্দুর রশিদ বাচ্চু:
ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম) সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা-৫ ডুমুরিয়া-ফুলতলা আসনের সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অথিতির বক্তৃতা করেন। সভায় প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন
অতিরিক্ত ডিআইজি এ্যাডমিন এন্ড ফিনান্স মোঃ হাবিবুর রহমান (বিপিএম) ।
শনিবার (৩১অক্টোবর ২০২০) সকাল ১০ টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের মাঠে কনিউনিটি পুলিশিং ডে ২০২০ শুভ উদ্ভোধন করেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি বলেন মাদকের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্ছার হতে হবে। ভয়াল মাদকের নেশায় জড়িত করিদের পরিবারের অভিভাবকদের বুঝিয়ে নেশাগ্রস্ত সন্তানকে ভালোকরে তাদের
পরিবারকে বাঁচাতে হবে ।
আরও বলেন ডিজিটাল বাংলাদেশ কোমল মতি ছাত্র ছাত্রীদের মোবাইল ব্যাবহারের বিষয় অনেকেই খারাপ পথে ধাবিত হচ্ছে তাদের এই পথ থেকে ফরিয়ে ভালো কাজের পরামর্শ দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশিং কমিটির সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খুলনা পুলিশ সুপার বি,সার্কেল মোঃ সঞ্জীব খান, ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ডুমুরিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও ডুমুরিয়া পুলিশিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে ডুমুরিয়া থানার সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, গ্রাম পুলিশসহ সেচ্ছাসেবক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা কর্মিগণ উপস্হিত ছিলেন।
Please follow and like us: