কুল্যার গুনাকরকাটি-সুপারিঘাটা সড়ক নির্মান কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি টু সুপারিঘাটা গামী সড়কের নির্মান কাজ পরিদর্শন করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার তিনি সরেজমিন গিয়ে কাজের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
কুল্যা গুনাকরকাটি ব্রীেিজর মুখ হতে সাতক্ষীরা সদরের সুপারিঘাটা গামী ওয়াপদার বাঁধের উপর দিয়ে সড়কের কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। আশাশুনি, সাতক্ষীরা ও তালা উপজেলার একটি বড় অংশের মানুষের যাতয়াতের পথ হিসাবে সড়কটি খুবই গুরুত্ববহ। এছাড়া ৩ উপজেলার মৎস্য ঘের ব্যবসায়ী ও মালিকদের ঘেরে যাতয়াতের সুবিধার জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কের নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি, কাজে ব্যবহৃত মালামালের গুণগত মান ও সার্বিক অবস্থা সম্পর্কে খোজ নিতে সরেজমিন গমন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যনে আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় তিনি এলাকাবাসী, শ্রমিক ও কাজের দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলেন। সিডিউল অনুযায়ী কাজ করার জন্য তিনি আহবান করা হয়।
উল্লেখ্য, নির্মান কাজের সময় সড়কের উপর থেকে মাটি কেটে ওয়াপদার বাঁধ/সড়কের স্লোবে প্রয়োজনের তাগিদে ফেলান হয়েছে। স্লোব না থাকলে সড়কটি দ্রুতই নষ্ট হয়ে যাবে। কিন্তু এলাকার একশ্রেণির স্বার্থান্বেষী ২/১ জন মানুষ স্লোবে মাটি কেটে নিয়ে সড়ক ছোট করে নিজেদের জমির পরিধি বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে। এমনকি স্লোবের মাটি কেটে বাঁধের নীচ দিয়ে পাইপ বসিয়ে নদী থেকে লবণ পানি ভিতরে আনার ব্যবস্থা অটুট রাখতে স্বচেষ্ট রয়েছে বলে জানাগেছে। এব্যাপারে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে পাউবো’র কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন করেন এবং মাটি কাটা বন্দ করে মাটি কাটার স্থানে পুনরায় মাটি দিয়ে স্লোব ঠিক করে দেওয়ার নির্দেশ দিলেও এখনো সে নির্দেশ মানা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।