আশাশুনিতে ধান সবজী ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আশাশুনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতি সংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে, বাংলাদেশ সরকারের কৃষি মৎস্য ও প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম। প্রধান অতিথি ছিলেন, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে এফএও’র ফিল্ড কো-অর্ডিনেটর উত্তম কুমার মজুমদার, প্রজেক্ট ম্যানেজার কাজী তোবারক হোসেন মামুন, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার, এফএসএমএ সাবিনা ইয়াছমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩৩ জন কৃষককে ১০ কেজি করে ধান, ২৫ কেজি এমওপি, ৪০ কেজি ডিএপি সার, একটি করে সাইলো, ৮৯ জনকে ১০ প্রকার সবজী বীজ ও সরঞ্জামাদি এবং ১৪৪ জন মৎস্য চাষীকে ১০০ কেজি করে মৎস্য খাবার ও একটি করে সাইলো প্রদান করা হয়।