আজ দেবী দুর্গার বোধন
নিউজ ডেস্ক:
শেষ হলো অপেক্ষার পালা। আজ বুধবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। কাল শুক্রবার থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়েই সারাদেশে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার শরতে নয়, দেবী দুর্গা মর্ত্যে আসছেন হেমন্তে। করোনা মহামারির কারণে উৎসবের বদলে পূজায় সীমাবদ্ধ থাকছে মণ্ডপগুলো।
বোধন দুর্গাপূজার প্রধান একটি আচার। ‘বোধন’ শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। সাধারণত শুক্লা ষষ্ঠীর সন্ধ্যায় বোধন হলেও এবার তিথি অনুযায়ী পঞ্চমীতেই বোধন পড়েছে। শরত্কালের দুর্গাপূজায় এই বোধন করার বিধান রয়েছে।
পুরাণ অনুসারে, রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র শরৎকালে দুর্গাপূজা করেন। অকালে দেবীকে তিনি বোধন করেন বলে একে অকালবোধনও বলা হয়।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন চলছে। করোনা পরিস্থিতির কারণে এবার পূজামণ্ডপের সংখ্যাও কিছু কমছে। এবার সারাদেশে ৩০ হাজার ২২৫টি মণ্ডপে দুর্গোৎসব পালন করা হবে। ঢাকা মহানগরে এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৩৩টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭৪০টি। এছাড়াও ঢাকা বিভাগে এবার ৭ হাজার ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। চট্রগ্রাম বিভাগে পূজা অনুষ্ঠিত হবে ৩ হাজার ৯০৬টি।
খুলনা বিভাগে ৪ হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে ২ হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫৮৪টি,বরিশাল বিভাগে ১ হাজার ৭০১টি, রংপুর বিভাগে ৫ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৩৫ টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, করোনার কারণে এবার দেশের অনেক মণ্ডপেই দুর্গা পূজা হচ্ছে না। তবে এ সংখ্যা বাড়তে কমতে পারে।