সাতক্ষীরায় নবজাতক শিশু ‘মহারাজকে’ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ শিক্ষক দম্পতির
নিউজ ডেস্ক:
অবশেষে সাতক্ষীরায় নবজাতক শিশু ‘মহারাজকে’ এক শিক্ষক দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছে। শিশুটিকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক দম্পতি
মঙ্গলবার বিকেলে শিক্ষক শিখা রাণী চৌধুরী ও বরুন কুমার পাল দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন কালিগঞ্জের ইউএনও মোজাম্মেল হক রাসেল। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা. শেখ তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
শিশুটিকে হস্তান্তরকালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গত ৪ অক্টোবর নবজাতক শিশুটিকে গোলখালি শ্মশানের পাশের রাস্তায় পড়ে থাকা ব্যাগে পাওয়া যায়। শিশুটি হিন্দু পরিবারের বলে অনুমান করে নেয়া হয়।
এই বিবেচনায় ২৯টি আবেদন যাচাই বাছাই করে কেবলমাত্র আর্থিক অবস্থা বিবেচনা না করে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু দম্পতিকে দত্তক দেয়ার নির্দেশ দেন আদালত।