জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন চিত্রনায়ক সোহেল রানা
নিউজ ডেস্ক:
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
তিনি জানান, গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।
যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরে। তিনি উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম, তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ হোন।
Please follow and like us: