শ্রীউলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেতৃবৃন্দ। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করা হয়।
সারাদেশের ন্যায় শ্রীউলা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ইউনিয়নের শ্রীউলা এবং বকচর গ্রামে অস্থায়ী টিকাদান কেন্দ্র সাব ব্লক খ/১, জয়নুদ্দীন সরদার ও জহুরুল হক মোল্যার বাড়িতে ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। তিনি ক্যাম্পেইন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পানি বন্দী শিশুরা যেন ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে সেব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল, আঃ মান্নান, পরিবার পরিকল্পনা সহকারী নাসিমা খাতুন, জুলেখা পারভীন সহ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।