বিবস্ত্র করে নির্যাতন করার পর টাকাও নেয় দেলোয়ার বাহিনী
ডেস্ক রিপোর্ট:
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও রোববার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নজরে এলে একে একে চারজনকে আটক করে পুলিশ ও র্যাব।
এদিকে একের পর এক বেড়িয়ে আসছে বর্বরতার ভয়াবহতা। নির্যাতন করেও ক্ষান্ত হয়নি দেলোয়ার বাহিনী। তাদের কাছ থেকে টাকাও নেয় তারা। ঘটনার দিন ওই নারী তার স্বামীর সঙ্গেই ছিলেন। নির্যাতনকারীরা তার স্বামীকে আটক করে নিয়ে যায়। পরে ওই নারীর ভাই এক হাজার ৫০০ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
এসপি মো. আলমগীর হোসেন জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তারা বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেন। বিকেলে এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তা ছাড়া নির্যাতনের শিকার নারীকেও উদ্ধার করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এতে ঘটনাটি ধামাচাপা থাকে। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছেন তারা।