কুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কেঁক কেটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় কুলিয়া ইউনিয়ণ পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে কেঁক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন নেতৃবৃন্দরা।
এ সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সচিব ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: