কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবারের প্রতিপাদ্য বিষয় তথ্য অধিকার সংকটে হাতিয়ার আলোচনা সভায়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইন ২০১৯ উপস্থাপন করেন। উপজেলা তথ্য আপা মিনারা পারভিনের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে একটি দেশে ও জাতি শুদ্ধ ভাবে চলতে পারে। সময় উপযোগী তথ্য অধিকার আইন না জেনে জনগণ যদি অন্ধ হয়ে থাকে তাহলে ভুল করবে। তিনি উপজেলার সকল সরকারি অফিসে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য ফরম পূরণ করে যেকোন তথ্য চাইতে পারেন বলে জানান। তথ্য জানা থাকলে নিজেকে সমৃদ্ধ করা যায়। তিনি বলেন সমাজের সব ক্ষেত্রে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তথ্য আপা মিনারা পারভীন।
Please follow and like us: