শ্যামনগর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জেন্ডার রেসপন্সিভ কর্মশালা
আনিসুর রহমান:
শ্যামনগর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য জেন্ডার রেসপন্সিভ দূর্যোগ ঝূঁকিহ্রাস ও রেজিলিয়েন্স ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আজ বুধবার ছিল প্রথম দিন। শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনের কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন। বাংলাদেশ ডিজাস্টার প্রিপোয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) এর বাস্তবায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তর শ্যামনগর শাখার আয়োজনে প্রথম দিনের কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর মহিলা বিষয়ক কর্মকর্তা শারিফ বিন সফিক।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন টেইনার কলসালটেন্স নারায়ন কুমার ভৌমিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ্ব নাজমুল হুদা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ৮নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ৯নং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ৬নং রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, ৪নং নুরনগর ইউপি চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য খলিলুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মহিলা সদস্যা দেলোয়ারা খাতুন, টেইনার ফেসিলিলিটেটর শাহিনুর বেগম, রবিউল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ সহ বাংলাদেশ ডিজাষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের সাতক্ষীরা ও খুলনার প্রতিনিধিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টেইনার ফেসিলিলিটেটর সালমা আক্তার।
Please follow and like us: