দেবহাটায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামে গৃহহীন জাকির হোসেনের সরকারী বাসগৃহ নির্মান, চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মানসহ বিভিন্ন ইউনিয়নে এসকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে দেবহাটার হাদীপুরে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও আম্পানে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী স্কুলের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক বিতরণ করেন ইউএনও সাজিয়া আফরীন।