কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন
এস আর সাঈদ, কেশবপুর :
যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেলে কলাগাছি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুল হালিম খানকে সভাপতি ও পলাশ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সুফলাকাটি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি।
Please follow and like us: