তালায় পল্লী বিদ্যুৎতের সাব জোনাল অফিস উদ্বোধন
জহর হাসান সাগর:
মুজিব শততম বর্ষে “শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে এজিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল,প্রভাষক প্রনব ঘোষ বাবলু সহ পল্লী বিদ্যুৎতের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ্যাড:মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)বলেন,সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুত সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর।তালা উপজেলার ছয়টি ইউনিয়নের ৪২ হাজার ৮৫ টি গ্রাহকের সেবা নিশ্চিত করতে সদ্য চালু হওয়া সাব জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করছি।
Please follow and like us: